মব ভায়োলেন্স দমনে সর্বদা সক্রিয় সেনাবাহিনী: সেনাসদর

Google Alert – সেনাবাহিনী

মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী সবসময় সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সেনাসদরের মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, পটিয়ার ঘটনার সময় সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধমুক্ত করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ঘিরে ঘটে যাওয়া মব ভায়োলেন্সের ঘটনাতেও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল বলেন, নূরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় যাদের শনাক্ত করা হয়েছিল, তাদের মধ্যে একজনকে পরদিনই গ্রেপ্তার করা হয়। এরপর আইনি প্রক্রিয়ায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কেউ জামিন পেলে সেটা সেনাবাহিনীর এখতিয়ারে নয়।

তিনি আরও বলেন, ২৬ জুন কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার পর সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেই ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলী ও ভিডিও ধারণকারী আরও চারজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সহযোগিতা করছে সেনাবাহিনী।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বদা নিরলসভাবে কাজ করছে। সেনাপ্রধানের দিকনির্দেশনায় অন্তর্বর্তীকালীন সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে দায়িত্ব পালন করা হচ্ছে।

মব ভায়োলেন্স কিংবা যেকোনো জনদুর্ভোগ সৃষ্টির ঘটনায় ভবিষ্যতেও সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানান কর্নেল শফিকুল ইসলাম। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *