Google Alert – পার্বত্য অঞ্চল
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকায় পাহাড় কেটে দখল করা সরকারি জমি উদ্ধার করেছে বনবিভাগ। রবিবার (১০ আগস্ট) দুপুরে পরিচালিত এ অভিযানে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বক্করের দখলে থাকা পাহাড়ি জমি পুনরুদ্ধার করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, আবু বক্কর সম্প্রতি নতুনভাবে পাহাড় কেটে সেখানে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শাপলাপুর বির্ট কর্মকর্তা আশরাফুল ইসলামের নির্দেশে সহকারী বির্ট কর্মকর্তা স্বপন ও অর্জন কুমার নাথের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে কাটা পাহাড় ও দখল করা বনভূমি থেকে অবকাঠামো সরিয়ে জায়গাটি পুনরুদ্ধার করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, পাহাড় কাটা ও বনজমি দখলের ফলে পরিবেশে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে, যার প্রভাব পড়ে স্থানীয় জনগণ ও প্রতিবেশের ওপর।
শাপলাপুর বির্ট কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন,“সরকারি বনভূমি রক্ষা করা আমাদের আইনি ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয় যেমনই হোক না কেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
আর এইচ/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও।
লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি ।
আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।