Google Alert – সেনাবাহিনী
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর প্রথম রেসপন্ডিং টিম হিসেবে ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলের সামনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন উদ্ধারকাজে অংশ নেওয়া সেনাবাহিনীর ৪৩ রেজিমেন্টের ব্যাটালিয়নের কমান্ডার মেজর মেহেদী হাসান।
তিনি বলেন, “আমরা দুর্ঘটনার পরপরই স্কুলে প্রবেশ করি। প্রবেশ করে প্রথমেই দুটি লাশ দেখতে পাই, সম্ভবত একজন মা ও তাঁর সন্তানের। তারা আগুনে পুড়ে মারা যান।”
ঘটনার ভয়াবহতা প্রসঙ্গে মেজর মেহেদী বলেন, “যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, সেখানেই আগুনের প্রচণ্ডতা ছিল। তার সামনেই দুটি লাশ পড়ে ছিল। সেই দৃশ্য দেখে আমরা উদ্ধার কার্যক্রম শুরু করি।”
ঘটনার কতক্ষণ পর সেনাবাহিনী সেখানে পৌঁছে—এমন প্রশ্নে তিনি জানান, “আমরা আনুমানিক দুই-তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। কারণ আমাদের ক্যাম্প ঘটনাস্থল থেকে মাত্র ১০০-১৫০ গজ দূরে।”
উদ্ধার তৎপরতার সময় সেনা সদস্যদের ক্ষয়ক্ষতি নিয়েও তিনি কথা বলেন। জানান, “মোট ২৫ জন সৈনিক অসুস্থ হয়ে পড়ে, তবে কেউই সংকটাপন্ন নয়। বর্তমানে ১১ জন সিএমএইচে চিকিৎসাধীন আছেন।”
মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল উদ্ধার কার্যক্রম চালানো। আমরা যাদের সামনে পেয়েছি, তাদের নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করেছি। সঠিক সংখ্যাটি স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের মাধ্যমে জানা যাবে।”
এদিকে মাইলস্টোন স্কুলের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, স্কুল কর্তৃপক্ষের হিসাবে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে—এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক এবং ৩ জন অভিভাবক রয়েছেন। তিনি বলেন, “আমরা শুধু আমাদের প্রতিষ্ঠানের লোকজনের তথ্য জানাচ্ছি, বাকি তথ্য আইএসপিআর দিচ্ছে।”
thebgbd.com/NA