মাউন্ট একঙ্কাগুয়া অভিযানে যাচ্ছেন জাফর সাদেক

RisingBD – Home

প্রকাশিত: ১৮:৩৩, ১১ জানুয়ারি ২০২৫  


এবার দক্ষিণ আমেরিকার উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট একঙ্কাগুয়া অভিযানে যাচ্ছেন পর্বতারোহী জাফর সাদেক।

শনিবার (১১ জানুয়ারি) জাফর সাদেক গণমাধ্যমকে জানান, বেশিরভাগ অভিযাত্রীই বিশ্বের সাত মহাদেশের সাতটি সবচেয়ে উঁচু বিন্দুতে দাঁড়িয়ে পুরো পৃথিবী দেখার স্বপ্ন দেখেন। সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অভিযান পর্বতারোহীদের কাছে সেভেন সামিট নামে পরিচিত। আমি ইতিমধ্যে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রুস ও আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো আরোহন করেছি। এবার তৃতীয় অভিযান হিসেবে দক্ষিণ আমেরিকার একঙ্গাগুয়া পর্বত আরোহনের এই প্রচেষ্টা নিতে যাচ্ছি।আমার সাথে আছেন পর্বতারোহী মজিবুর রহমান।

আগামী ১২ জানুয়ারি অভিযানের উদ্দেশ্যে আর্জেন্টিনা যাবেন জাফর। পর্বতারোহনের প্রয়োজনীয় অনুমতি ও নানান সরঞ্জাম কেনার কাজ শেষ করে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে মেনদোজার উদ্দেশে রওনা হবেন তিনি। সপ্তাহখানেকের ট্রেক শেষ পৌঁছাবেন বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হবে এখান থেকেই। বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পগুলোতে উঠানামা করে শরীরকে অতি উচ্চতার সাথে খাপ খাইয়ে নেবেন এই পর্বতারোহী। পুরো অভিযানে সময় লাগবে প্রায় এক মাস। আবহাওয়া অনুকূলে থাকলে ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে চূড়ায় আরোহন হতে পারে। সবকিছু ঠিক থাকলে একঙ্কাগুয়া অভিযান শেষে আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন জাফর সাদেক।

আর্জেন্টিনা-চিলি সীমান্তে অবস্থিত আন্দিজ পর্বতমালার শীর্ষবিন্দু একঙ্কাগুয়া দক্ষিণ আমেরিকা এবং দুই আমেরিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।এর উচ্চতা ৬,৯৬১ মিটার বা ২২,৭৮৩৮ ফুট।এশিয়া মহাদেশের বাইরে এটিই পৃথিবীর সর্বোচ্চ পর্বত। একঙ্কাগুয়া পশ্চিম গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয়েরই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি পৃথিবীর ৭টি মহাদেশের শীর্ষ চূড়াগুলির (সপ্তচূড়া) একটি। যোগাযোগ ব্যবস্থা ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে সচরাচর একঙ্কাগুয়া আরোহনের চেষ্টা হয় না। সেই চ্যালেঞ্জই নিয়ে গত বেশ কয়েক বছর ধরে নিজেকে একঙ্কাগুয়া অভিযানের জন্য প্রস্তুত করেছেন জাফর।

পর্বতারোহনে জাফরের পথচলা শুরু ২০১২ সাল থেকে পার্বত্য চট্টগ্রামের নানান পাহাড়ে পথচলার মধ্য দিয়ে। ঢাকার পর্বতারোহন ক্লাব মাউন্টেইন মেডনেড-এর প্রতিষ্ঠাতা তিনি। এই ক্লাবের হয়েই গত আট বছরে হিমালয় ও ককেশাস পর্বতমালার বেশকিছু শিখরে অভিযান করে আসছেন তিনি। ২০২৩ সালের জুলাই মাসে প্রথম বাংলাদেশি হিসেবে মাত্র পনের দিনের ব্যবধানে ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুস এবং আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমানজারো আরোহন করেন।২০২২ সালে হিমালয়ের মেরা পর্বত এবং ২০২৪ সালে ফ্রেন্ডশিপ পর্বত আরোহন করেন জাফর।

২০২০ সালে বাংলাদেশ থেকে সবশেষ একঙ্কাগুয়া অভিযান হয়। সে বছর পর্বতারোহী মজিবুর রহমান একঙ্কাগুয়ার পর্বতের ক্যাম্প ২ পর্যন্ত আরোহন করেন। এর আগে ২০২০ সালের ২৭ জানুয়ারি আমেরিকা প্রবাসী বাংলাদেশি হিসেবে একঙ্কাগুয়া শিখর স্পর্শ করেন কাজী শাহরিয়ার রহমান।২০১৩ সালে একঙ্কাগুয়া শিখরে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ান ওয়াসফিয়া নাজরিন।

ঢাকা/রায়হান/সাইফ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *