মাটিরাঙ্গায় এক ব্যক্তির বাড়ি ও দোকানে সেনা তল্লাশির অভিযোগ!

CHT NEWS


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৬নং মাটিরাঙ্গা ইউনিয়নের ধলিয়া পাড়ায় এক ব্যক্তির
বাড়ি ও দোকানে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বেলা আনুমানিক ২টার
দিকে মাটিরাঙ্গা সেনা জোন থেকে ৪০ জনের অধিক একটি সেনা দল ধলিয়া পাড়ায় যায়। পরে সেনারা
পাড়ার এক বাসিন্দার বাড়ি ও দোকানে প্রায় ঘন্টাব্যাপী ব্যাপক তল্লাশি চালায়। সেনারা
বাড়ি ও দোকানের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করে দেয়।

সেনাবাহিনীর ভয়ে ভুক্তভোগী নাম প্রকাশ করতে চাননি। তবে তিনি তার বাড়ি ও
দোকানে তল্লাশির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, তল্লাশিকালে সেনারা
তার বাড়ি ও দোকানের আসবাবপত্রসহ বিভিন্ন জিসিপত্র তছনছ করে দিয়েছে। তবে কী কারণে সেনারা
তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়েছে তা তিনি বুঝতে পারেননি বলে জানান।

তল্লাশিকালে সেনারা বাড়ির লোকজন ও দোকানে উপস্থিত লোকজনকে প্রায় আধা ঘন্টা
বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ ও নানা ভয়ভীতি দেখায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *