মাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক

chtnews.com on Facebook

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় এক পাহাড়ি কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা অভিযুক্ত এলাকার দুই যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এ ঘটনায় জড়িত আরো দুই জন অভিযুক্ত পলাতক রয়েছে।

গত সোমবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

আটক দুইজন হলো- রনি বিকাশ ত্রিপুরা (৩২), পিতা- অরুণ বিকাশ রোয়াজা, গ্রাম- হেমন্ত হেডম্যান পাড়া, বেলছড়ি ইউনিয়ন ও ডেটল বাবু (১৭), পিতাঃ আনি রঞ্জন ত্রিপুরা, গ্রাম- উদয় কুমার পাড়া, গোমতি ইউনিয়ন।

আর পলাতক দু’জন হচ্ছে, সুমন বিকাশ ত্রিপুরা (১৮) ও রিমন ত্রিপুরা (২২)।

#news #chtnews #মাটিরাঙ্গা #খাগড়াছড়ি


হোমখাগড়াছড়িমাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ যুবক আটক খাগড়াছড়ি নারী নির্যাতন পার্বত্য চট্টগ্রাম…

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *