Jamuna Television
প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। আগামী বছর বিশ্বকাপ ফুটবলের ভালো একটি প্রস্তুতির লক্ষ্যেই মার্কিন মুলুকে অনুষ্ঠিত হচ্ছে এ আসর। তবে দর্শক খরা, প্রচন্ড গরম সেইসাথে নিম্নমানের মাঠ— সবমিলিয়ে তীব্র সমালোচনার মধ্যে শেষ হয় আসরের গ্রুপ পর্ব।
তবে সেই দৃশ্যপট কিছুটা হলেও পাল্টেছে রাউন্ড অব সিক্সটিনে। অঘটন আর চমকের শেষ ষোলোতে একইদিনে বিদায় নিয়েছে দুই ইউরোপ জায়ান্ট ম্যানসিটি ও ইন্টার মিলান। বিপরীতে শেষ আটের টিকিট কেটে টুর্নামেন্ট জমিয়ে তুলেছে সৌদি ক্লাব আল হিলাল ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। আর বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিলেও মন জয় করেছে মেক্সিকান ক্লাব মন্তেইরে।
এখন প্রশ্ন উঠতেই পারে, তবে কি মাঠের পারফরম্যান্সে কি আড়াল হচ্ছে ক্লাব বিশ্বকাপ আয়োজনের দুর্বলতা? গ্রপ পর্বের পর দুর্দান্ত নকআউট পর্ব শুরু হয়েছে, যেখানে মাঠের খেলা ঠিক এই মুহূর্তে বেশ ভালোভাবেই উপভোগ করছে ফুটবল ভক্তরা।
রাউন্ড অব সিক্সটিনের শেষ দিনে য়্যুভেন্টাসকে হারিয়ে রিয়াল ও মন্তেইরেকে হারিয়ে ডর্টমুন্ড নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। রোববার শেষ আটের শেষ ম্যাচে মুখোমুখি হবে এ দু’দল।
কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার মধ্যরাতে মুখোমুখি হবে আসরে চমক উপহার দেয়া দুই দল আল হিলাল ও ফ্লুমিনেন্স। ম্যানসিটিকে বিদায় করা সৌদি ক্লাব আল হিলালের সামনে সুযোগ প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার। বিপরীতে কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। কারণ রাউন্ড অব সিক্সটিনে তারা হারিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দল ইন্টার মিলানকে।
আসরে টিকে থাকা একমাত্র ইংলিশ ক্লাব চেলসিও পেয়েছে সহজ প্রতিপক্ষ। শনিবার সকালে তারা লড়বে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে।
এর আগে, গ্রুপ পর্বে ব্রাজিলিয়ান আরেক ক্লাব ফ্ল্যামেঙ্গের কাছে হারের তিক্ত স্মৃতি আছে ইংলিশ ক্লাবটির। আর ইন্টার মিলানকে রুখে দেয়ার সুখস্মৃতি পালমেইরাসের।
শেষ আটের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে পিএসজি ও বায়ার্ন মিউনিখের লড়াই। গ্রুপ পর্বে বোটাফোগোর কাছে হারের তিক্ত স্মৃতি ভুলে রাউন্ড অব সিক্সটিনে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। আর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাসী এক দল জার্মান চ্যাম্পিয়নরা।
শেষ আটে এসে আসর কিছুটা রঙিন হয়েছে— এটি যেমন সত্য, তেমনি মাঠ, দর্শক খরার সাথে অবকাঠামো ও আবহাওয়া কেন্দ্রিক ইস্যুতে শুরুর দিকে নেতিবাচক আলোচনাতেও ছিল ক্লাব ফুটবলের এই বৈশ্বিক আসর।
/এমএইচআর