মাদকসহ গ্রেপ্তার ২ : সংবাদ অনলাইন

Google Alert – আর্মি

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ) : বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজা, কলকি ও চাকুসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা। সেনাবাহিনীর মেজর কাজী ফয়সালের নেতৃত্বে ৬ বীর আর্মি ক্যাম্পের সদস্যরা আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ভূমিহীন পাড়া এলাকায় অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, ১৫টি কলকি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন ওরফে শেখ (৭০) এবং আউশকান্দি ভূমিহীন গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে মোশাহিদ উদ্দিন ওরফে মশন (৬৭)। আটককৃত দুই আসামি ও জব্দ করা মাদকদ্রব্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *