Google Alert – সামরিক
লাতিন আমেরিকার সংঘবদ্ধ মাদক পাচারকারী দলগুলোর হুমকি মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে ভেনেজুয়েলার উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র।
বিষয়টি সম্পর্কে জ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা সোমবার জানিয়েছেন, পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র সজ্জিত তিনটি এজিস ডেস্ট্রয়ার ওই উপকূলে হাজির হবে।
লাতিন আমেরিকার সংঘবদ্ধ মাদক পাচারকারী দলগুলোকে বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এদের দমন করার জন্য সামরিক বাহিনীকে ব্যবহার করতে চান।
ওই কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, যে জাহাজগুলো পাঠানো হয়েছে সেগুলো হল ইউএসএস গ্রেভলি, ইউএসএস জেসন ডানহাম ও ইউএসএস স্যাম্পসন।
অন্য আরেকজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের এই প্রচেষ্টায় প্রায় চার হাজার নাবিক ও মেরিন সেনা নিয়োজত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা জানান, ওই বিস্তৃত অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর অতিরিক্তি উপস্থিতি হিসেবে বেশ কয়েকটি পি-৮ গোয়েন্দা বিমান, যুদ্ধজাহাজ ও অন্তত একটি অ্যাটাক সাবমেরিন পাঠানো হবে।
ওই কর্মকর্তা জানিয়েছেন, এই প্রক্রিয়া কয়েক মাস ধরে চলতে পারে আর এ সময় মার্কিন বিমান ও যুদ্ধজাহাজগুলো আন্তর্জাতিক আকাশসীমা ও জলসীমায় অভিযান চালাবে।
তিনি আরও জানান, নৌবাহিনীর যুদ্ধজাহাজাগুলো শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি অভিযান চালাবে না, সিদ্ধান্ত নেওয়া হলে লক্ষ্যস্থলে আঘাতও হানবে।
রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়কে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন যুদ্ধজাহাজের কথা উল্লেখ না করে সোমবার এক ভাষণে বলেছেন, “ভেনেজুয়েলা আমাদের সাগর, আমাদের আকাশ ও আমাদের ভূমি রক্ষা করবে।”
‘এসব পদক্ষেপ একটি ক্ষয়িষ্ণু সাম্রাজ্যের অদ্ভুত ও উদ্ভট হুমকি’ বলে মন্তব্য করেছেন তিনি।