মানবিক মূল্যবোধের শিক্ষা দেশ গঠনে অপরিহার্য: সেনাপ্রধান

Google Alert – সামরিক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেশ গঠনে অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ (১৯ জুলাই) শনিবার রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে আয়োজিত ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু দক্ষ প্রকৌশলী তৈরি করলেই হবে না, বরং ভালো মানুষ গড়তে হবে—যার মধ্যে থাকবে নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেম। এমন মানুষই জাতির জন্য প্রকৃত সম্পদ। ভালো মানুষ হওয়ার গুণ না থাকলে মেধাও সমাজের জন্য উপকার বয়ে আনতে ব্যর্থ হবে। তাই আমি সব সময় শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ শেখার আহ্বান জানাই। এই দুটি গুণের সমন্বয়েই গড়ে উঠবে প্রকৃত দেশপ্রেমিক নাগরিক।

সেনাপ্রধান বলেন, আমরা দেশের জন্য দক্ষ প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তা তৈরি করছি। কিন্তু তাদের নৈতিক শিক্ষা না থাকলে তারা কখনও সমাজ ও রাষ্ট্রের জন্য টেকসই অবদান রাখতে পারবে না।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান প্রযুক্তি ও গবেষণাভিত্তিক এই আন্তর্জাতিক সম্মেলনকে একটি ‘গঠনমূলক জ্ঞানের প্ল্যাটফর্ম’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষণা ও প্রযুক্তির বিনিময়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এটি গবেষকদের মাঝে আন্তঃবিষয়ক সংলাপের সুযোগ তৈরি করেছে, যার মাধ্যমে নতুন চিন্তাধারা ও বাস্তব সমস্যার সৃজনশীল সমাধান উঠে এসেছে।

শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আপনারা সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে সামনে এগিয়ে যান। সব সময় কৌতূহলী থাকুন, নতুন কিছু শেখার আগ্রহ রাখুন এবং উদ্ভাবনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকুন। এই সম্মেলন আপনাদের একাডেমিক ও পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হয়ে থাকবে।

উল্লেখ্য, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে যান্ত্রিক ও প্রয়োগিক বিজ্ঞান বিষয়ে প্রাসঙ্গিক গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *