মানিকগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি

Google Alert – প্রধান উপদেষ্টা

 

মানিকগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৫৪টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।

 

এ সময় পুলিশ সুপার মোছাঃ ইযছাসমিন খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী মেহেদী হাসান, নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন, প্রধান সহকারী আতোয়ার রহমান,জামির খানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৫৪টি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শহরের কালীবাড়ি পূজা মন্ডপসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *