Google Alert – সেনাবাহিনী
মানিকগঞ্জের সিংগাইরে একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষের দাবি।
আজ শনিবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও শ্রমিকরা জানান, সকালে পাঁচ-ছয়জন শ্রমিক মিলের ভেতরে কাজ করছিল। হঠাৎ ফ্যাক্টরির ভেতর আইপিএস রুম থেকে আগুন ও ধোঁয়া বের হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্যাক্টরিতে। দুজন শ্রমিক ছাদ দিয়ে বের হয়ে গেট খুলে বাকিদের বের করেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। এ সময় সাভার ক্যান্টনমেন্টের সেনাসদস্যরা দুটি গাড়িযোগে টহল দেওয়ার সময় নজরে আসে। দুটি গাড়ি নিয়ে সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি প্রাথমিকভাবে স্বাভাবিক করার চেষ্টা করে ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পরে সিংগাইর, সাভার চামড়া শিল্প এলাকা ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।