CHT NEWS
মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ,
দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙ্গামাটিতে সেনা সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ
ও শহীদ ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমার হত্যার ঘটনা তদন্তে
UN কে অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে
খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টায়
“সংঘাত
ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’ এর ব্যানারে শিক্ষার্থীরা মিছিল বের করেন। মানিকছড়ি গিরি মৈত্রী ডিগ্রি
কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি আমতলা, উপজেলা পরিষদ এলাকা ঘুরে আবারও কলেজের সামনে এসে
সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ক্যসাই মারমার উপস্থাপনায় ও চিংখেই
মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন আনু মারমা ও এচিং মারমা।
বক্তারা বলেন, পাহাড়ে এ যাবত অনেক হত্যাকাণ্ড
সংঘটিত হয়েছে, কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। সম্প্রতি দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে
সংঘটিত হামলার ঘটনা তদন্তে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলেও সে কমিটির প্রতি
সাধারণ মানুষের কোন আস্থা নেই। তাই জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে হামলার ঘটনা সুষ্ঠু তদন্ত
করতে হবে।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা অবিলম্বে হামলা
ও হত্যাকাণ্ডের সুস্থ বিচার ও ঘরবাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের যথাযথ
ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা দিতে হবে।
সমাবেশ থেকে হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু
বিচার ও দোষীদের শাস্তির দাবিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিনের ক্লাশ বর্জন কর্মসূচির
ঘোষণা দেওয়া হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।