মারমা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি

Google Alert – পার্বত্য চট্টগ্রাম

খাগড়াছড়িতে মেডিকেল পরীক্ষায় মারমা কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি। ডা. জয়া চাকমার নেতৃত্বে তৈরি তিন পৃষ্ঠার এই রিপোর্টের কোনো ধাপেই ধর্ষণের আলামত পাওয়া যায়নি। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমাসহ তিন চিকিৎসকের করা ৩ পৃষ্ঠার মেডিকেল রিপোর্টের ১০টি ধাপের সব কটিতে নরমাল এসেছে। কমিটির অপর দুই সদস্য হলেন মেডিকেল অফিসার মোশাররফ হোসেন ও নাহিদা আকতার। এদিকে গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, খাগড়াছড়িকে অশান্ত করার জন্য দায়ী পতিত ফ্যাসিস্টরা। এর পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গাপূজা যাতে ভালোভাবে করতে না পারে সেজন্য ফ্যাসিস্টরা খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত। দায়ী ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চার দিন ধরে টানা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। মঙ্গলবার রাত ৯টায় তাদের ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসবকে সম্মান প্রদর্শন এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে, চলমান অবরোধ কর্মসূচি মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হলো। তবে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা প্রত্যাহার নিয়ে কোনো কথা বলেননি। জানতে চাইলে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, তারা আরও একটু পর্যবেক্ষণ করতে চায়। 

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় হতাহতের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তবে কমিটির নাম প্রকাশ করা হয়নি। মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এ কথা উল্লেখ করে বলেছেন, আমরা হতাহতদের পাশে থাকব। তাদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হবে। আহতদের চিকিৎসার দায়িত্ব আমাদের। আমরা এসেছি ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে। ডিসি বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তাদের ৮ দফার ৭টা অ্যাড্রেস করেছি। আমরা চাই এগুলো আলোচনার টেবিলে সমাধান হবে। আমরা বলেছি, অবরোধ তুলে নিলে প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করে নেবে। এ সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তারা তাদের দাবি-দাওয়া প্রশাসনের কাছে তুলে ধরেন। এ সময় ডিসিসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও ঘরবাড়ি পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘গুইমারায় সহিংসতায় যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে মামলা করার অনুরাধ করা হয়েছে। তারা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’ পরিদর্শনের সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাও উপস্থিত ছিলেন।

চতুর্থ দিনের মতো গতকালও ১৪৪ ধারা জারি ছিল, তবে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ঢাকা-চট্টগ্রাম সড়কসহ অন্য গন্তব্যে যানবাহন চলাচলের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। দোকানপাট খুলছে। নিরাপত্তার অংশ হিসাবে শহরে বিভিন্ন পয়েন্টে বসানো চেকপোস্টগুলোতে সন্দেহভাজন মনে হলে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম চলাচল করছে। 

সকালে খাগড়াছড়ির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘ধর্ষণ’ ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনের নামে যে সহিংসতা করা হয়েছে তা বৃহত্তর পরিকল্পনার অংশ। পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকা প্রয়োজন। আমরা আশা করি দুর্গা উৎসব যাতে সবাই ঠিকভাবে পালন করতে পারে সেটার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাতে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক থাকে।’

ইউপিডিএফের নিন্দা ও ক্ষোভ : রাঙামাটি প্রতিনিধি জানান, গুইমারার সহিংসতায় নিহত তিনজনের লাশ সোমবার মধ্যরাতে স্বজনের অনুপস্থিতিতে পুলিশের কড়া নজরদারিতে দাহক্রিয়া করানোর অভিযোগ করে ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। মঙ্গলবার এক বিবৃতিতে ‘এভাবে দাহক্রিয়া করে ধর্মীয় রীতি ও সামাজিক প্রথা চরমভাবে ভূলুণ্ঠিত ও গোটা সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে’ মন্তব্য করেন সংগঠনটির মুখপাত্র অংগ্য মারমা।

সাজেক এখন পর্যটকশূন্য : এদিকে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার সাম্প্রদায়িক সহিংস ঘটনায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র সাজেক এখন পর্যটকশূন্য। চলতি সপ্তাহে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘিরে সেখানকার রিসোর্টগুলোতে মঙ্গলবার পর্যন্ত থাকা সব বুকিং বাতিল হয়ে গেছে। তবে কিছু রিসোর্টে ১-৪ অক্টোবর পর্যন্ত থাকা বুকিংগুলো এখনো বহাল আছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি। এদিকে রাঙামাটি শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি সভাপতি সুবর্ণ দেব বর্মণ বলেন, সাজেকে এখন কোনো পর্যটক নেই। 

এদিকে মারমা কিশোরী ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে তেমন প্রভাব পড়েনি বলে মন্তব্য করে রাঙামাটি পর্যটন করপোরেশনের মোটেল ও হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা। তিনি বলেন, ৩ অক্টোবর পর্যন্ত তাদের মোটেলে শতভাগ বুকিং বহাল আছে। পর্যটকদের আসা-যাওয়া স্বাভাবিক। 

কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করেছে-স্বরাষ্ট্রমন্ত্রী : সচিবালয়ে খাগড়াছড়ির ইস্যু নিয়ে বৈঠক শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কিছু সন্ত্রাসী পাহাড় থেকে গুলি করেছে। এসব অস্ত্র বাইরের দেশ থেকে আসে। এই সমস্যাকে প্রতিহত করতে সবার সাহায্য-সহযোগিতা দরকার। আগের দিন তিনি বলেছিলেন, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা একটি পবিত্র ধর্মীয় উৎসব। তাই সবাইকে এর পবিত্রতা রক্ষা করতে হবে। পার্বত্য চট্টগ্রামে কিছুসংখ্যক দৃষ্কৃতকারী পূজা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হতে না পারে, সে চেষ্টা করেছিল। কিন্তু তাদের সে প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *