Google Alert – প্রধান উপদেষ্টা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
“ইউনূস-রুবিও ফোনালাপে বন্ধুত্বের বন্ধন আরও মজবুত!”
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আজ সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ১৫ মিনিটের এ আলোচনা ছিল আন্তরিক, উষ্ণ ও ফলপ্রসূ বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মার্কো রুবিওর মধ্যে আলাপ হয় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও গতিশীল করার বিষয়ে। এই ফোনালাপে দুই দেশের বন্ধুত্বের দৃঢ়তা নতুনভাবে প্রতিফলিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
এই বিভাগে আরও খবর..