Google Alert – সেনা
মার্কিন সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা, লকডাউন জারি
বুধবার (৬ আগস্ট) জর্জিয়ার ফোর্ট স্টুয়ার্ট সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা চালানো হয়। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি। হামলার পরই ঘাঁটি এলাকায় সাময়িক লকডাউন জারি করা হয়।
এপির প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টা শহর থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক সদস্যদের ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়।
গুলিবিদ্ধ সেনাদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয় এবং এরপর তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রদিবেদনে আরও বলা হয়েছে, হামলার পরই একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করে সামরিক কর্তৃপক্ষ। তাকে সেনাবাহিনীর একজন সার্জেন্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। নাম কোর্নেলিয়াস র্যাডফোর্ড।
২৮ বছর বয়সি আফ্রিকান-আমেরিকান এই কর্মকর্তা দ্বিতীয় ব্রিগেড কমব্যাট টিমে নিযুক্ত ছিলেন। তিনি ২০১৮ সাল থেকে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এবং ঘটনার আগ পর্যন্ত সক্রিয় দায়িত্ব পালন করছিলেন।
তবে ঠিক কি কারণে তিনি সামরিক ঘাঁটিতে হামলা চালালেন তার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, কোর্নেলিয়াস র্যাডফোর্ড হামলায় ব্যক্তিগত বন্দুক ব্যবহার করেছিলেন। তিনি ওই সেনাঘাঁটিতেই কাজ করতেন এবং এলোপাতাড়ি গুলি চালান।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কিন্তু কর্মকর্তারা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য পাননি বলে জানানো হয়েছে।
সেনাঘাঁটি সূত্র জানায়, স্থানীয় সময় বুধবার সকাল ১০টা ৫৬ মিনিটে আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম এলাকায় গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এর কিছুক্ষণ পর সকাল ১১টা ০৪ মিনিটে ঘাঁটি লকডাউন করে দেয়া হয় এবং ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজনকে আটক করা হয়।
ফোর্ট স্টুয়ার্ট যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে বড় সেনাঘাঁটি। এটি মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য এবং তাদের পরিবারগুলোর আবাসস্থল।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বিষয়ে শোক প্রকাশ করে বলেন, ‘আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে অবহিত হয়েছেন এবং ঘটনাটির আপডেট পর্যবেক্ষণ করছেন।
স্বদেশ প্রতিদিন/এমএম