মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল

Google Alert – সামরিক

 বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। মার্কিন সামরিক ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এই উচ্চ পদমর্যাদা লাভ করলেন তিনি।

 

শফিকুল খানের এই পদোন্নতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক সম্মানের বিষয়। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা সৃষ্টি করেছে।

 

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার অনুমোদন দিয়েছেন, যার মধ্যে শরিফুল এম খানও রয়েছেন। সম্প্রতি পেন্টাগনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এবং অন্যান্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করানো হয়।

 

সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায়, বাংলাদেশে জন্ম নেওয়া প্রথম ব্যক্তি হিসেবে এই সম্মান অর্জন করায় শরিফুল খানকে শুভেচ্ছা জানান। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। বলেন, মার্কিন বিমানবাহিনীর ভাইস চিফ জেনারেল শন ব্র্যাটোন নিজে শরিফুল খানকে শপথবাক্য পাঠ করান। ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান ‘গোল্ডেন ডোম ফর আমেরিকার’ স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল খান ১৯৯৭ সালে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমি থেকে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পরবর্তী সময়ে তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইন্টেলিজেন্স কলেজ, স্কুল অব অ্যাডভান্সড এয়ার অ্যান্ড স্পেস স্টাডিজ, নেভাল ওয়ার কলেজ, এমআইটি ও জর্জটাউন বিশ্ববিদ্যালয়সহ মার্কিন সামরিক ও বেসামরিক শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।

 

কর্মজীবনে শরিফুল খান মহাকাশ নিয়ন্ত্রণ, স্যাটেলাইট অপারেশন, স্পেস সিস্টেম, লঞ্চ এবং ন্যাশনাল রিকনাইসেন্স অফিসে স্যাটেলাইট অপারেটর হিসেবে কাজ করেছেন। ২০০১ সালে তিনি কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতে মোতায়েন হন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *