মার্চে বাংলাদেশ গেমস!

Google Alert – বাংলাদেশ

আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে বসবে সাউথ এশিয়ান (এসএ) গেমসের আসর। তারপরেই মার্চে বাংলাদেশ গেমসের দশম আসর আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে সবকিছুই প্রাথমিক আলোচনায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর।

তার কথা, ‘নির্বাহী কমিটির সভায় মার্চে বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবকিছুই প্রাথমিক আলোচনায় রয়েছে। কারণ সামনেই জাতীয় সংসদ নির্বাচন।

ওই নির্বাচনের তারিখ এবং অবস্থা বুঝে বাংলাদেশ গেমস আয়োজন করা হবে।’ ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মাঝেই আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে বসতে চলেছে সাউথ এশিয়ান (এসএ) গেমসের ১৪তম আসর। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এ টুর্নামেন্টকে সামনে রেখে এরমধ্যেই অর্থ বরাদ্দ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, ট্রেনিংও শুরু করেছে ফেডারেশনগুলো।

সবশেষ ২০১৯ সালে নেপালে বসেছিল এসএ গেমসের আসর। এরপর কেটে গেছে ছয় বছর। ২০২৩ সালে হবার কথা থাকলেও, কয়েক দফা পিছিয়ে আগামী বছর করার কথা বলেছে আয়োজক দেশ পাকিস্তান। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের তিনটি শহরে গেমসের আসর হলেও ভারত অংশ নেবে কি না- এটিও একটা বড় প্রশ্ন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *