‘মার্চ ফর গাজা’র খবর ইসরায়েলি সংবাদমাধ্যমে 

Bangla News

ইসরায়েলি সংবাদমাধ্যমে উঠে আসলো ঢাকার ‘মার্চ ফর গাজা’র খবর। জায়নবাদীদের মুখপাত্র হিসেবে পরিচিত ‘টাইসম অব ইসরায়েল’ অ্যাসোসিয়েট প্রেসের বরাতে ঢাকায় ইসরায়েল বিরোধী প্রতিবাদের খবর ছাপে।

 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি উল্লেখ করে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশ নিয়েছে। আনুমানিক এক লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন।


বিক্ষোভকারীরা শত শত ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’সহ বিভিন্ন স্লোগান দেন। ইসরায়েলকে সমর্থনের অভিযোগে অনেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পিটিয়ে প্রতিবাদ জানান।


বিক্ষোভ মিছিলে প্রতীকী কফিন ও পুতুল বহন করা হয়, যা বেসামরিক হতাহতের প্রতীক হিসেবে প্রদর্শিত হয়।


প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি এবং বিভিন্ন ইসলামী দল ও সংগঠন এই সমাবেশের সঙ্গে সংহতি প্রকাশ করে। ১৭ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না এবং আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৫

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *