মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। দিবসটির গুরুত্ব তুলে ধরতে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপটসহ এর তাৎপর্য তুলে ধরা হয়।

আলোচনায় ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল বাঙালির গণতান্ত্রিক চেতনার প্রতীক। এই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকাও ছিল গৌরবোজ্জ্বল। তরুণ প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে।

অনুষ্ঠান শেষে জুলাই-আগস্ট মাসে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও উন্নয়ন কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *