মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৯৯ জন গ্রেপ্তার

Kalbela News | RSS Feed

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশেষ অভিযানে ১৯৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় শুরু হওয়া অভিযানটি চলে সাড়ে ১১টা পর্যন্ত।

এ সময় এক কিলোমিটারজুড়ে লিটিল পাকিস্তান নামে চৌকিট এলাকায় ৪৫টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে স্থানীয় ৩ জন ও ১৯৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে দুজন ভিক্ষা করতেন বলে ধারণা করা হচ্ছে। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আট দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকরা আটক হন।

গ্রেপ্তারদের মধ্যে ৩ জন স্থানীয় নাগরিক, ১৫০ জন পাকিস্তানি, ২১ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয়, ৬ জন ইন্দোনেশিয়ান, ৪ জন নেপালী, জর্ডানিয়ান ও ফিলিপিনোর ২ জন করে, এবং ১ জন শ্রীলঙ্কার নাগরিক। যাদের বয়স ১২ থেকে ৬০ বছরের মধ্যে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুয়ালালামপুরে ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ।

অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল, কেপিডিএন এবং রয়েল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয়। এ সময় ১৯৭৪ সালের আইন ভঙ্গের দায়ে ৫২টি টেবিল ও ২০৪টি চেয়ার জব্দ করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *