মালয়েশিয়ার সাবাহ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিল বাংলাদেশ |

Google Alert – বাংলাদেশ

মালয়েশিয়ার সাবাহ প্রদেশের রাজধানী কোটাকিনাবালুতে শুরু হয়েছে ‘সাবাহ ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড এক্সপো (SITEX) ২০২৫’, যেখানে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলা আগামী ২৬-২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আয়োজনটি করছে ফেডারেশন অব সাবাহ ইন্ডাস্ট্রিজ (FSI)।


মেলার উদ্বোধন হয় ২৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় স্থানীয় সময়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাবাহ রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার ও ওয়ার্কস মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বিভিন্ন দেশের প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং বিশেষভাবে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অংশগ্রহণকারী বাংলাদেশের অন্যতম বৃহৎ খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘প্রাণ-এর বুথ পরিদর্শন করেন।


বাংলাদেশ প্যাভিলিয়নে অতিথিদের স্বাগত জানান মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্যের পরিচিতি তুলে ধরেন এবং সাবাহ রাজ্যে এসব পণ্যের বাজার সম্প্রসারণে স্থানীয় সরকারের সহযোগিতা কামনা করেন।


ডেপুটি চিফ মিনিস্টার দাতুক সাহেলমি ইয়াহিয়া বাংলাদেশ হাইকমিশনের অংশগ্রহণকে স্বাগত জানান এবং ‘প্রাণ’সহ প্রদর্শিত বিভিন্ন বাংলাদেশি পণ্যের প্রশংসা করেন। তিনি ভারপ্রাপ্ত হাইকমিশনার ও ‘প্রাণ’-এর প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সনদ প্রদান করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলার অর্গানাইজিং চেয়ারম্যান দাতুক রিচার্ড লিম, আয়োজক সংস্থা FSI-এর প্রেসিডেন্ট নাটালি ফুং, সাবাহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের সদস্য এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা।


এছাড়াও উপস্থিত ছিলেন –বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) মো. মোরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, তৃতীয় সচিব (রাজনৈতিক) মো. তানজিম হোসেন।


‘প্রাণ’ এর প্রতিনিধিবৃন্দ– আবু বকর সিদ্দিক, মো: পারবেজ হিরা, সাকিব রাফি ও মুরুগান মার্ক এ সময় উপস্থিত ছিলেন।


মেলার দ্বিতীয় দিনে (২৭ সেপ্টেম্বর) হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা FSI প্রেসিডেন্ট নাটালি ফুং ও সদ্য সাবেক প্রেসিডেন্ট দাতুক রিচার্ড লিম-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি সাবাহ অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে FSI-এর সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি ফেডারেশনকে ভবিষ্যতে বাংলাদেশ সফরে একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর আমন্ত্রণ জানালে তারা আগ্রহ প্রকাশ করেন।


মেলায় বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয়, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস সামগ্রী, প্লাস্টিকপণ্য, তৈরি পোশাক এবং অন্যান্য রপ্তানিযোগ্য পণ্য ‘বাংলাদেশ প্যাভিলিয়নে’ প্রদর্শন করা হচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার সাবাহ রাজ্যসহ পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।


বিডি প্রতিদিন/জামশেদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *