The Daily Ittefaq
মালয়েশিয়ায় জঙ্গিবাদের অভিযোগে গ্রেপ্তার হওয়া এবং পরে দেশে ফেরা ১০ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশের অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বারিধারায় এটিইউ সদর দপ্তরে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান নবনিযুক্ত এটিইউ প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।
তিনি বলেন, “তাদের আমরা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেছি। সবাই শ্রমিকশ্রেণির মানুষ। তারা মনে করেছিল, দুস্থ মানুষকে সহযোগিতা করা উচিত। মালয়েশিয়া সরকারও পরে তাদের ক্লিয়ার করে দিয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণভাবে নিশ্চিত হতে আমাদের তদন্ত এখনো চলছে।”
এটিইউ প্রধান বলেন, “বর্তমানে দেশে জঙ্গিবাদ নেই। তবে ভবিষ্যতে কেউ জড়াতে পারেন কি না—এই নিশ্চয়তা দেওয়া যায় না। তাই থেমে থাকার সুযোগ নেই, আমাদের আরও গুরুত্বসহকারে কাজ চালিয়ে যেতে হবে।”
তিনি বাংলাদেশকে সহনশীল ও শান্তিপ্রিয় মুসলিম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক এবং অনলাইন ও সাইবার অপরাধ, বিশেষ করে তরুণদের বিপথগামিতা প্রতিরোধে জনসচেতনতা ও প্রযুক্তিভিত্তিক নজরদারি বাড়ানো হবে।
রেজাউল করিম জানান, সাধারণ মানুষের তথ্য দেওয়ার সুবিধার্থে ‘ইনফোমেট’ অ্যাপ এবং একটি বিশেষ যোগাযোগ নম্বর চালু করা হয়েছে, যেখানে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
তিনি বলেন, “একটি সন্ত্রাসী ঘটনা পুরো দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করতে পারে। বিভ্রান্ত ও স্বল্পশিক্ষিত মানুষ কিভাবে ভুল পথে যায়, ২০০৫ সালের সিরিজ বোমা হামলাই তার প্রমাণ।”
পূর্ববর্তী সরকারের আমলে জঙ্গি দমন নিয়ে নাটক হতো—এমন অভিযোগের প্রেক্ষিতে রেজাউল করিম বলেন, “পেছনে কী হয়েছে, তা আমরা জানি, আপনারাও জানেন। আমরা সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতেই প্রতিশ্রুতিবদ্ধ। কেউ অপরাধ করলে ছাড় নেই।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের মানুষ জঙ্গিবাদে বিশ্বাসী নয়। তবে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বা বিভ্রান্ত কোনো গোষ্ঠীর প্রভাবে বিপথগামী হতে পারেন। সেই আশঙ্কা থেকেই আমরা সবসময় বিষয়গুলো নজরদারিতে রাখছি।”