মালিতে অপহৃত তিন নাগরিককে ফেরাতে বদ্ধপরিকর ভারত

Google Alert – সশস্ত্র

মালির একটি সিমেন্ট কারখানায় কাজ করতেন ওই তিন ভারতীয় শ্রমিক। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার আচমকাই ওই কারখানায় হামলা চালায় কিছু সশস্ত্রজঙ্গি। বেশ কিছুক্ষণ ওই কারখানার ভিতর থাকার পর তারা তিন ভারতীয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। 

মালির সরকার জানিয়েছে, আল কায়দা ঘনিষ্ঠ স্থানীয় জঙ্গি সংগঠন নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) এই কাজের সঙ্গে যুক্ত। এখনো পর্যন্ত ওই তিন ভারতীয়ের জন্য কোনো পণ চাওয়া হয়েছে কি না, তা স্পষ্ট করেনি দুই দেশের সরকার। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ”ওই তিন ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনতে ভারত দায়বদ্ধ।” তবে ওই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ভারতের আধিকারিকদের কোনোরকম কথা হয়েছে কি না, তা জানাননি রণধীর। 

মালিতে ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সমস্ত ভারতীয়কে সেখানে সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এদিকে ওই তিন শ্রমিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় প্রশাসন। তাদের বলা হয়েছে, তিন ভারতীয়কে ফিরিয়ে আনতে প্রশাসন দায়বদ্ধ। 

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *