মালিতে গাড়িবহরে চোরাগোপ্তা হামলায় নিহত অন্তত ৫০

BD-JOURNAL

মালির উত্তরপূর্বাঞ্চলীয় গাও শহরের কাছে বেসামরিক এক গাড়িবহর ও এর পাহারায় থাকা সেনাদের ওপর সশস্ত্র আক্রমণকারীদের চোরাগোপ্তা হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা ও বাসিন্দারা জানান, শুক্রবার গাও থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কোবে গ্রামের কাছে হামলার ঘটনাটি ঘটে।

মালির এই অঞ্চলে এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট (আইএস) ও আল কায়েদার স্বীকৃত সশস্ত্র গোষ্ঠীগুলো তৎপরতা চালিয়ে আসছে। এসব গোষ্ঠীর সশস্ত্র তৎপরতার কারণে মালি, প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারে অস্থিরতা বিরাজ করছে।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় ওই কর্মকর্তা শনিবার রয়টার্সকে বলেন, “লোকজন গাড়িগুলো থেকে ঝাঁপিয়ে পড়ে পালাতে থাকে। অনেক বেসামরিক হতাহত হয়েছেন।”

এই কর্মকর্তা জানান, গাওয়ের সরকারি হাসপাতালে ৫৬টি মৃতদেহের তথ্য রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, সেনাবাহিনীর অনেক সদস্যও হতাহত হয়েছেন, তবে তাদের সংখ্যা জানায় যায়নি।

রয়টার্স জানায়, এ বিষয়ে মন্তব্যের জন্য মালির সেনাবাহিনীকে অনুরোধে জানানো হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

গাওয়ের এক বাসিন্দা জানান, প্রায় ৫০ জনের মতো নিহত হয়েছেন আর গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘন ঘন প্রাণঘাতী হামলা ঘটতে থাকায় সেনাবাহিনী প্রায় প্রতিদিন পাহারার ব্যবস্থা করতে বাধ্য হচ্ছে।

২০১২ সালে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহ শুরু করার পর মালির ঊষর উত্তরাঞ্চলে জঙ্গি তৎপরতা ছড়িয়ে পড়ে। এরপর সেখান থেকে সাহারা মরুভূমির দক্ষিণে কেন্দ্রীয় সাহেল অঞ্চলজুড়ে জঙ্গি তৎপরতা বিস্তৃত হয়।

বাংলাদেশ জার্নাল/এনবি

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *