মা হচ্ছেন ক্যাটরিনা, যা বললেন অক্ষয়-দীপিকা-জাহ্নবীরা

Google Alert – সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সন্তানের আগমনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গতকাল দুপুরে ইনস্টাগ্রামে বেবি বাম্পের একটি ছবি পোস্ট করেন ক্যাট। সেখানে উঁকি দিয়েছে স্ফীতোদর। ছুঁয়ে দেখছেন ভিকি কৌশল। নায়িকার মুখে তৃপ্তির হাসি। 

পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

সোশ্যাল মিডিয়া মা হওয়ার খবর প্রকাশ করেই মুহূর্তেই ভাইরাল হয় তা। মন্তব্যের ঘরে মুহুর্মুহু শুভেচ্ছা জানাতে থাকেন অনুরাগীরা। বলিউড তারকারাও অভিনন্দন রেখে গেছেন কমেন্টবক্সে।

ভিকি-ক্যাটের এই পোস্টে অক্ষয় লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য আমি খুব খুশি। তোমাদের দুইজনকে ভালো করেই জানি, আমি নিশ্চিত করে বলতে পারি তোমরা দুজনে সেরা অভিভাবক হবে। সন্তানকে ইংরেজি আর পাঞ্জাবি দুটোই সমানভাবে শেখাবে। অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ।’

এদিকে ক্যাটরিনাকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে কমেন্টবক্সে দীপিকা পাড়ুকোন নজরকাঠি এঁকে দেন। অতীতের দ্বন্দ্ব ভুলে এখন দুজনেই নিজের জীবন উপভোগ করছেন। একসময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই নায়িকার মধ্যে কম টানাপোড়েন হয়নি। দুইজনই রণবীরের প্রাক্তন। দীপিকা-ক্যাটরিনার সম্পর্কও বেশ তিক্ততা ভুলে ক্যাটকে শুভেচ্ছা জানালেন দীপিকা।

জাহ্নবী কাপুর লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন।’ নেহা ধুপিয়া লেখেন, ‘ভীষণ ভীষণ ভালো লাগছে। চিৎকার করছি। কাদঁছি। তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি।’ এক নেটিজেন লেখেন, ‘তিন বছরের জল্পনা কল্পনার পর অবশেষে শান্তি। দারুণ লাগছে খবর শুনে।’  

২০২১ সালে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা। সে বছরের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। ভারতজুড়ে তাদের বিয়ে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়। সংগীত, মেহেদি, বিয়ে, বউভাত—চার দিনে এই চার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিয়ে। 






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *