মিনিটে ৩০ কোটি টাকা পেয়েছেন নেইমার

BD-JOURNAL

নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোট জর্জরিত হয়েছেন নেইমার। এরপরে সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখান। সেই থেকে পেরিয়ে গেছে ১৮ মাস। এদিকে ব্রাজিলিয়ান এই তারকাকে চোটের কারণে বেশির ভাগ সময়েই মাঠের বাইরে থাকতে হয়েছে।

কিছুদিন আগে শেষ হওয়া ২০২৪ সালে তো বলতে গেলে খেলেনইনি নেইমার। পুরো পঞ্জিকাবর্ষে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার। এই ৪২ মিনিট খেলে কী পরিমাণ অর্থ ব্যাংকে ভরেছেন নেইমার, সেটা জানলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।

যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন নেইমার।

চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত এত অর্থ দিয়ে শ্বেতহস্তী কোন প্রতিষ্ঠানই বা কত দিন আর পুষতে চায়! তবে আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি, সুয়ারেজদের সঙ্গে যোগ দেয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *