মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১২২ জেলে

Google Alert – সশস্ত্র


আটকরা।

আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় মাছ ধরার সময় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটক জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা।


শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরছিল। এমন খবরের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নাফনদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মিয়ানমার সীমান্ত এলাকায় অবস্থানরত ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়।


প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশি বোটগুলো শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। এর ফলে প্রায় প্রতিদিনই মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জেলেদের আটক হওয়ার ঘটনা ঘটছে।


আটক জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *