মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ান্ট সোয়ে মারা গেছেন

Google Alert – সেনাপ্রধান

প্রায় এক বছর ধরে অসুস্থ থাকার পর মারা গেছেন মিয়ানমারের জান্তা সরকারের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিয়ান্ট সোয়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টা ২৮ মিনিটে রাজধানী নেপিদোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। খবর বিবিসি।

সেনা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ান্ট সোয়ে নিউরোডিজেনারেটিভ রোগসহ বিভিন্ন স্নায়বিক জটিলতায় ভুগছিলেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি চলছে।

২০২১ সালের অভ্যুত্থানে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর মিয়ান্ট সোয়েকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয় জান্তা। তবে ২০২৪ সালের জুলাই থেকে অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তিনি। বর্তমানে তার দায়িত্ব সামলাচ্ছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

সেনা সরকারের তথ্যানুযায়ী, ২০২৩ সাল থেকেই শারীরিক দুর্বলতা দেখা দেয় মিয়ান্ট সোয়ের। ২০২৪ সালের এপ্রিল মাসে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। তবে সমালোচকরা বলছেন, এই নির্বাচন মূলত সেনা সরকারের পছন্দের দল দিয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল। সম্প্রতি জরুরি অবস্থা প্রত্যাহার করে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হলেও কার্যকরভাবে এখনো দেশটির নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান মিন অং হ্লাইং।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *