Google Alert – সামরিক
মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ২:০২ পিএম আপডেট: ০৭.০৮.২০২৫ ২:০৪ PM
সংগৃহীত ছবি
মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
দেশটির সামরিক বাহিনীর তথ্য অফিস এক বিবৃতিতে জানায়, দীর্ঘদিন ধরে স্নায়বিক রোগ এবং পেরিফেরাল নিউরোপ্যাথিতে ভুগছিলেন মিন্ট সোয়ে। গত বছরের জুলাই মাসে তার অসুস্থতার বিষয়টি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। অসুস্থতার কারণে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছিল তার, এমনকি খাবার গ্রহণেও সমস্যা হচ্ছিল।
২০২৪ সালের জুলাইয়ের শেষদিক থেকে তিনি নেপিদোর সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। অবস্থার অবনতি ঘটতে থাকলে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর নির্বাচিত নেত্রী অং সান সু চি এবং রাষ্ট্রপতি উইন মিন্টকে আটক করে সেনাবাহিনী। এরপর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন মিন্ট সোয়ে।
তবে ২০২৪ সালে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তিনি নিয়মিত দায়িত্ব পালন থেকে বিরত থাকেন এবং সামরিক প্রধান জেনারেল মিন অং হ্লাইংকে প্রেসিডেন্টের দায়িত্বভার অস্থায়ীভাবে অর্পণ করেন।
সূত্র : এপি
স্বদেশ প্রতিদিন/ এমএএম