মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল ৬ মাস

RisingBD – Home

প্রকাশিত: ১৬:২২, ৩১ জানুয়ারি ২০২৫  
আপডেট: ১৬:২৭, ৩১ জানুয়ারি ২০২৫


মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী জরুরি অবস্থা আরো ছয় মাসের জন্য বাড়িয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

 

২০২১ সালে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এরপর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। জান্তা চলতি বছর একটি নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে, যা সমালোচকরা প্রক্সির মাধ্যমে জেনারেলদের ক্ষমতায় রাখার একটি প্রহসন বলে উপহাস করেছেন।

রাষ্ট্র পরিচালিত এমআরটিভি তার টেলিগ্রাম চ্যানেলে জরুরি অবস্থা বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেছে, “সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এখনো আরো অনেক কাজ বাকি আছে। বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য, স্থিতিশীলতা এবং শান্তি এখনো প্রয়োজন।”

রয়টার্স জানিয়েছে, নির্বাচনের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জান্তা সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। অবশ্য দেশ পরিচালনার তাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। কারণ তারা একাধিক ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহকে প্রতিহত করার চেষ্টা করছে। বিদ্রোহীরা ইতিমধ্যে দেশের বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে।

ঢাকা/শাহেদ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *