Bangla News
সীমান্তবর্তী এলাকা।
বান্দরবান: মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে বিদ্রোহীদের ফের সংঘর্ষ শুরু হয়েছে। সেখানে ছোড়া একটি গুলির খোসা বাংলাদেশে এসে পড়েছে।
এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের চাকঢালা এলাকা থেকে গুলির খোসা উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) রাত থেকে মিয়ানমার আর্মি ও বিদ্রোহীদের মধ্যে ফের সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে চাকঢালা এলাকায় একটি গুলির খোসা এসে পড়ে। এতে বাংলাদেশি কারো হতাহতের খবর পাওয়া না গেলেও সীমান্তবর্তী চাকঢালা, ঘুমধুম ও দৌছড়ি এলাকায় নারী-শিশু ও বৃদ্ধদের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
চাকঢালা সীমান্ত এলাকার বাসিন্দা নুরুল ইসলাম জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত সীমান্তের ওপারে থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে, যদিও এখনো হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা এবং আরএসও-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ চলছে আর তাদের এই সংঘর্ষ চলাকালে ছোঁড়া গুলি বাংলাদেশে চলে আসছে।
বানাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের বিষয়টি আমরা অবগত, বেলা ১১টার দিকে একটি গুলির খোসা বাংলাদেশ সীমানার ভেতরে এসে পড়ে, এতে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন উপজেলা প্রশাসন ও সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবির কর্মকর্তারা।
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।