Bangla Tribune
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় ‘ছিনতাইয়ের প্রস্তুতিকালে’ বিদেশি সেভেন গিয়ার চাকুসহ আলোচিত ছিনতাই চক্র ‘রাকিব গ্রুপের’ লিডার রাকিব (২৫) ও তার সহযোগী মো. ফয়সালকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) র্যাব-৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো. সাইদুর রহমান শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাব-৪ রাজধানীতে খুন, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই চক্রগুলোর বিরুদ্ধে র্যাবের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে র্যাব-৪ মিরপুর মডেল থানাধীন শেওড়াপাড়া, শামিম সরণি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে বিদেশি সেভেন গিয়ার চাকুসহ আলোচিত ছিনতাই চক্র ‘রাকিব গ্রুপের’ লিডার রাকিব ও তার সহযোগী ফয়সালকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সাইদুর রহমান শেখ জানান, রাকিব ও ফয়সাল দীর্ঘদিন ধরে মিরপুর মডেল, কাফরুল ও পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের গ্রুপের সদস্যরা বিদেশি চাকুসহ দেশীয় অস্ত্র নিয়ে পথচারীদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো।
র্যাব বলছে, ‘রাকিব গ্রুপের’ দৌরাত্ম্যে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছিল। গ্রেফতার হওয়া দুজনের বিরুদ্ধে শেরেবাংলা নগর, মিরপুর মডেল ও কাফরুল থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আগামীতেও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।