মিরপুরে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই

Google Alert – আর্মি


গ্রেপ্তার, কারাদণ্ড

ঢাকা: মিরপুরে অভিযান চালিয়ে জাল ক্লিয়ারেন্স তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গ্রেপ্তারদের বিআরটিএ আদালত-৯ এর ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীরের নির্দেশে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি জানান, সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন-হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।


তালেবুর রহমান বলেন, সোমবার (৪ আগস্ট) মিরপুর ট্রাফিক বিভাগের প্রসিকিউশন শাখায় ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে আসা দুই ব্যক্তির জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্স কাগজপত্রে জাল সিল ও স্বাক্ষরের প্রমাণ পাওয়া যায়।


জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বিআরটিএ সংলগ্ন একটি কম্পিউটার কম্পোজ দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ কিনেছিলেন। তবে তাদের জমা দেওয়া গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় বিআরটিএ ক্লিয়ারেন্স বাতিল করে পুনরায় ট্রাফিক অফিসে পাঠায়, যা থেকে জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে।


ডিসি ট্রাফিক মিরপুরের নেতৃত্বে গঠিত একটি টিম মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে জালিয়াতি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে ভুয়া ডকুমেন্ট, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।


আটকদের বিআরটিএ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।


জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে মিরপুর ট্রাফিক বিভাগের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সেই সঙ্গে সাধারণ জনগণকে দালাল বা অবৈধ পন্থার আশ্রয় না নিয়ে সরকারি সেবা গ্রহণে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


এসসি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *