মিরপুরে ট্রাফিক ক্লিয়ারেন্সে জালিয়াতি, ২ জনের কারাদণ্ড

Google Alert – আর্মি

রাজধানীর মিরপুরে ট্রাফিক ক্লিয়ারেন্স সংক্রান্ত জাল কাগজপত্র তৈরির অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ট্রাফিক বিভাগ। পরে বিআরটিএ আদালতের ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাইগীর তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন হুমায়ুন রশিদ (২৮) ও নুরুল ইসলাম সৈকত (২১)।

মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার (৪ আগস্ট) ট্রাফিক ক্লিয়ারেন্স নিতে প্রসিকিউশন শাখায় আসেন ওই দুই ব্যক্তি। কিন্তু তাদের জমা দেওয়া জিডি ও পুলিশ ক্লিয়ারেন্সের কাগজে জাল সিল ও স্বাক্ষর দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের।

জিজ্ঞাসাবাদে তারা জানান, বিআরটিএর পাশে একটি কম্পিউটার কম্পোজের দোকান থেকে ৭০০ টাকার বিনিময়ে ‘জিডি ও ক্লিয়ারেন্স প্যাকেজ’ সংগ্রহ করেছিলেন। তাদের জমা দেওয়া কাগজে থাকা গাড়ির বিরুদ্ধে মামলা থাকায় বিআরটিএ ট্রাফিক ক্লিয়ারেন্স বাতিল করে ফেরত পাঠায়, তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

এরপর মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনারের নেতৃত্বে একটি দল মিরপুর আর্মি ক্যাম্পের সহায়তায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে জাল কাগজপত্র, সিল ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে তাদের বিআরটিএ আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই ছয় মাসের কারাদণ্ড দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানায়, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি তারা সাধারণ মানুষকে দালাল বা অবৈধ পন্থা এড়িয়ে আইনানুগ প্রক্রিয়ায় সরকারি সেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।

আমার বার্তা/এল/এমই

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *