Sarabangla | Breaking News | Sports | Entertainment
আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ২৩:৩০
যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার (১ ফেব্রুয়ারি) আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড ওই তিন জিম্মির নাম প্রকাশ করেছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) আল-কাসাম ব্রিগেডের প্রধান আবু ওবাইদা তার টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, মুক্তি পেতে যাওয়া তিন জিম্মি হচ্ছেন ইয়ার্ডেন বাইবাস, কিথ সিইগেল এবং ওফের কালডেরন।
এদিকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, তিন বন্দির পরিবারকে অবহিত করা হয়েছে।
একটি ফিলিস্তিনি অ্যাডভোকেসি গ্রুপ জানিয়েছে, তিন ইসরায়েলি বন্দি বিনিময়ে ইসরায়েল শনিবার ৯০ জন বন্দিকে মুক্তি দেবে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ছয় সপ্তাহের ধাপে হামাস ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দিকে মুক্তি দেবে, যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরায়েল ৩০ জন বন্দি এবং প্রতি সেনার জন্য ৫০ জন বন্দি মুক্তি দেবে।
ফেব্রুয়ারির ৪ তারিখ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা। এই ধাপে অবশিষ্ট সমস্ত জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা আরও ফিলিস্তিনিদের ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি ইসরাইলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে টেকসই শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সারাবাংলা/এইচআই