মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঐক্য

Hill Voice on Facebook

মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঐক্য পরিষদ

হিল ভয়েস, ৩০ জুন ২০২৫, ঢাকা: কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে জোরপূর্বক ধর্ষণের নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

গতকাল ২৯ জুন ২০২৫ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই নিন্দা, প্রতিবাদ ও দাবি জানানোর কথা উল্লেখ করা হয়।

প্রেস বার্তায় বলা হয়, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বাহেরচর পাচকিত্তা গ্রামের অনিল দাসের বিবাহিতা মেয়েকে ফজল আলী (৩৮) নামের এক রাজনৈতিক দলের নেতা ঘরের দরজা ভেঙ্গে জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগীর আত্মচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে ঐ নারীর ওপর অমানবিক ও পাশবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উক্ত ঘটনায় কুমিল্লার মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

এহেন ঘটনা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীদের অধিকতর নিরাপত্তাহীনতায় ফেলবে যা স্বাভাবিক জীবনযাপনের হুমকি স্বরূপ। এ ধরণের পৈশাচিক ঘটনার যথাযথ বিচার নিশ্চিত না হলে আইনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস হারাবে যা দেশ ও জাতির জন্য অশনি সংকেত।

ঐক্য পরিষদ প্রদত্ত এক বিবৃতিতে ঘটনার যথাযথ ও দ্রুত তদন্ত সম্পূর্ণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কথা উল্লেখ করে ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদানের দাবি জানানো হয়।

গত ২৯ জুন, ২০২৫ তারিখে ঐক্য পরিষদের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ভুক্তভোগী ও তার পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরবর্তীতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতার সাথে সাক্ষাৎ করে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান। প্রতিনিধি দলে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুণ্ড, ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি লিটন পাল ও সাধারণ সম্পাদক শ্যামল দে, ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিপংকর চন্দ্র শীল, বাপ্পা চৌধুরীসহ পরিষদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://hillvoice.net/bn/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%96%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%98%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/

Hill Voice #minorities #humanrights Bangladesh Hindu Buddhist Christian Unity Council


হিল ভয়েস, ৩০ জুন ২০২৫, ঢাকা: কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীকে জোরপূর্বক ধর্ষণের নারকীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রত….

(Feed generated with FetchRSS)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *