মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি শুক্কুর আলী গ্রেপ্তার

দেশ রূপান্তর

কুমিল্লার মুরাদনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার প্রধান আসামি শুক্কুর আলীকে ১৮ দিন পর গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার র‌্যাবের যৌথ অভিযানে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্কুর আলী (৩৫) উপজেলার রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর শুক্কর আলীকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লা নিয়ে আসে র‌্যাব। মঙ্গলবার সকালে তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আরো জানান, সাংবাদিকদের ওপর হামলা মামলার আসামি শুক্কুরকে চট্টগ্রাম থেকে র‌্যাব গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার সকালে মুরাদনগর থানায় শুক্কুর আলীকে হস্তান্তর করা হয়। শুক্কুর আলীর বিরুদ্ধে এই মামলা ছাড়াও আরো দুইটি মামলা এবং একটি মামলার ওয়ারেন্ট আছে। মুরাদনগর থানা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি শুকুর আলীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় মিছিলে অতর্কিত হামলা করে দুষ্কৃতকারীরা। হামলায় ৭ জন সাংবাদিক আহত হয়। এ ঘটনায় দৈনিক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদি হয়ে ৪জনকে জ্ঞাত ও ১০/১২ জনকে অজ্ঞাত করে মুরাদনগর থানায় মামলা দায়ের করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *