মেঘনায় জলদস্যুর গুলিতে জেলে নিহত, আহত ৩

Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৬

প্রতীকী ছবি। ছবি সংগৃহীত

ভোলা: জেলার মেঘনা নদীতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবৃদ্ধ হয়ে মো. হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীর ইলিশা ভাংতির খাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেলে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের বাসিন্দা।

এ সময় জলদস্যুদের গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামের আরও তিন জেলে আহত হয়েছেন। আহতদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর আব্বাস মাঝি অপর জেলেদের নিয়ে নদীতে জাল ফেলছিলেন। এ সময় অপর একটি ট্রলারের লোকজন জেলেদেরকে ডাকতে থাকে। জেলেরা ওই ডাকে সারা না দেওয়ায় কাছে এসে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলে হাসান নিহত হন। আব্বাসসহ অপর তিন জেলে আহত হয়। পরে আহতদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী জেলেরা এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত ও নিহত জেলেদের বাড়ি সদর উপজেলার ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামে।

এদিকে খবর পেয়ে ভোলা সদর থানা পুলিশ, ইলিশা নৌ-পুলিশ ও কোস্ট গার্ড সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে ভোলার ইলিশা নৌথানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন উদ্দিন জানান, খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, এ ঘটনায় সদর থানা পুলিশের একটি টিম ও ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে আরও একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ছাড়াও আহত জেলেদের কাছ থেকে মূল ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/এইচআই

গুলিতে জেলে নিহত
ভোলা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *