মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নবীনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

Google Alert – BD Army

শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভারসিটিতে অটাম-২০২৫ ফ্রেশারস রিসেপশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উন্মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশন।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ এস এম রিদুওয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিকুল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী ও সদস্য মুহিতুল বারী রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অফ ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব তানভীর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সৈয়দা নাজমুর শিহা মুনার পরিচালনায় – নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ওরিয়েন্টেশন কেবল একটি পরিচিতি নয়; এটি শেখা, বিকাশ এবং আবিষ্কারের একটি রূপান্তরমূলক যাত্রার প্রথম পদক্ষেপ।’

প্রধান অতিথির বক্তব্য মেজর জেনারেল এ এস এম রিদুওয়ানুর রহমান বলেন ‘২০০৩ সাল থেকে যাত্রা শুরু করে বাইশ বছরের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বাংলাদেশের উচ্চশিক্ষার অঙ্গনে যে অবস্থান তৈরি করেছে, তা সত্যিই অভূতপূর্ব। মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রমাণ করেছে যে, মানসম্মত শিক্ষা, গবেষণা ও আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতামূলক বিভিন্ন কর্মসূচি এবং চুক্তিপত্রের কথা উল্লেখ করেন।

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান নবীন শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহবান জানান, এবং সেই স্বপ্ন বাস্তবায়নে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ সঠিক দিক নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের সহযাত্রী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মৃতিচারণা করে বলেন, ‘আমি স্বপ্ন দেখেছিলাম এমন এক বিশ্ববিদ্যালয়ের, যার ভিত্তি হবে মানসম্মত শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নৈতিক মূল্যবোধ, মুক্তচিন্তা, সাংস্কৃতিক বিকাশ এবং উজ্জ্বল ভবিষ্যত। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি।’

মেট্রোপলিটন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা তার বক্তব্যে, ক্যারিয়ারে সফল হওয়ার পাশাপাশি সমাজ এবং দেশের জন্য অর্থবহ অবদান রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব তানভীর রহমান চৌধুরী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীর চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসেবে গ্রহণ করার আহবান করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *