Samakal | Rss Feed
মেহেরপুর সীমান্তে আটক বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সারাদেশ
মেহেরপুর প্রতিনিধি 2025-08-22
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক ইকবাল হোসেনকে (৩৮) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।
ইকবাল হোসেন মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী কুতুবপুর গ্রামের জারাফত হোসেনের ছেলে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান জানান, ইকবাল হোসেন অবৈধভাবে শূন্য লাইন অতিক্রম করে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৩২/১৫-আর সীমান্ত পিলারের কাছে কুতুবপুর মাঠে ঘাস কাটার সময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ফেরত আনার ব্যাপারে কাথুলী কোম্পানি কমান্ডার কর্তৃক প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৩/৩-এস এর কাছে কাথুলী কোম্পানি কমান্ডার (৪৭ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফ-এর রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিক ইকবাল হোসেনকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বিজিবি’র কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়।
কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান বলেন, সীমান্ত এলাকার দায়িত্বপূর্ণ অংশে মাদক ও অবৈধ মালামাল চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের অবৈধ ও আইনবহির্ভূত কার্যকলাপ বন্ধের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জান-মালের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসছে বিজিবি। তিনি এসব কার্যক্রমে স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।