Jamuna Television
মৌলভীবাজারের বড়লেখা ও শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা দিয়ে ৭১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে এই পুশ ইনের ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভোরে উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়া হয়। এদের মধ্যে ১৮ জন শিশু, ১৫ জন নারী এবং ১৫ জন পুরুষ রয়েছেন। বাংলাদেশে ঢোকার পর পাহাড়ি এলাকায় ঘুরাঘুরি করছিলেন তারা। পরে, বিজিবির একটি টহলদল তাদের আটক করে।
বিজিবির দাবি, আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম এবং যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন তারা।
অপরদিকে, শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত দিয়ে পুশ ইন হওয়া নারী, পুরুষসহ ২৩ জনকে আটক করেছে বিজিবি।
/এএইচএম