Jamuna Television
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে নতুন মৌসুমে শুভ সূচনা করেছে আর্সেনাল। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি।
রোববার (১৭ আগস্ট) ওল্ড ট্র্যফোর্ডে আর্সেনালকে আতিথ্য দেয় ইউনাইটেড।
ম্যাচ জুড়ে তুলনামূলক ভালো খেললেও ঘরের মাঠে গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। বরং প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে শুরুতে পাওয়া লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।
পুরো ম্যাচে বল দখল কিংবা আক্রমণে অনেকটাই এগিয়ে ছিল ইউনাইটেড। প্রায় ৬২ শতাংশ সময় পজেশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে আমুরির দল। আর্সেনালের নেয়া ৯টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।
খেলার ১৩তম মিনিটে প্রতিপক্ষের কর্নার কিক ক্লিয়ারের চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি স্বাগতিক গোলকিপার বায়িন্দি। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে ঠিকই জালে পাঠিয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার ক্যালাফিওরি। ১-০ গোলের এই লিড ধরে রেখে বিরতিতে যায় আর্সেনাল।
Kickstarting our campaign with three points ✨
Watch all of the key moments from our 1-0 win over Manchester United 🎞️ pic.twitter.com/oMzNB8WaSU
— Arsenal (@Arsenal) August 17, 2025
বিরতির পর ম্যাচে সমতা আনতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় ইউনাইটেড ফরোয়ার্ডরা। ফলে হার দিয়েই ইপিএলের নতুন মৌসুম শুরু করতে হয়েছে তাদের।
উল্লেখ্য, লিগে দিনের শুরুতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করে ক্লাব বিশ্বকাপ জয়ী চেলসি। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
/এমএইচআর