যতই ভালো খেলোয়াড় থাকুক, নির্দিষ্ট দিনে পারফরম্যান্সই শেষ কথা

jagonews24.com | rss Feed

একটা সময় মনে হচ্ছিল, রংপুর রাইডার্স বুঝি অজেয়। সোহান বাহিনীর জয়রথ থামাতে পারবে না কেউ। কিন্তু টানা ৮ ম্যাচ জয়ের পর ভুল প্রমাণ হলো সে ধারণা। সেই যে হারের বৃত্তে আটকে গেল রংপুর, আর সে পরাজয়ের দেয়াল ভেদ করে বেরিয়ে আসতে পারল না। বিদায় নিলো নকআউট পর্ব থেকে।

বরিশাল অবশ্য অতটা দাপুটে ছিল না। খানিকটা ওঠা-নামার পালা ছিল। রাউন্ড-রবিন লিগের শেষ ম্যাচেও হেরেছে তামিম ইকবালের দল।

ফাইনালের আগে তাই সতর্ক ও সাবধানী বরিশাল অধিনায়ক। ফাইনালে নিজেদের এক মুহূর্তের জন্যও শক্তিশালী, ভালো দল বা ফেবারিট মনে করেন না তামিম।

বরিশাল ক্যাপ্টেন মনে করেন, কাগজে-কলমে দল যতই ভালো হোক না কেন, লাইনআপে যত ভালো খেলোয়াড়ই থাকুক, শেষ কথা হলো মাঠে প্রয়োজনের সময় ভালো খেলা। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সটাই তাই শেষ কথা তামিমের কাছে।

তার সোজা হিসাব, খেলাটা ফাইনাল। প্রতিপক্ষ চিটাগাং কিংসও কাপ জিততেই এতটা পথ পাড়ি দিয়ে এসেছে। তাদেরও সামর্থ্য আছে চ্যাম্পিয়ন হওয়ার। আর ক্রিকেট এমনিতেই অনিশ্চয়তার খেলা। টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিটি মুহূর্তেই ওঠা-নামা আর অনিশ্চয়তা।

চিটাগং কিংসের কাছে খুলনা টাইগার্সের শেষ বলে হারটা তামিমকে আরও সতর্ক করে তুলেছে। শক্তি বৃদ্ধির জন্য দুই ওয়েস্ট ইন্ডিয়ান উড়িয়ে এনেও পারেনি খুলনা। সে ঘটনা খুব মন দিয়ে খেয়াল করেছেন বরিশাল ক্যাপ্টেন।

তাই মুখে এমন কথা, ‘আমরাও অবশ্যই চাইব আবারও কাপ জিততে। প্রতিপক্ষও অনেক ভালো ক্রিকেট খেলছে। খুলনা দুর্দান্ত দল। খুলনাও শেষ দিকে দুই বিদেশি নিয়ে অনেক শক্তি বাড়িয়েছিল। শেষ ম্যাচেও দেখা গেছে, কিছুই অনুমান করা যায় না। আপনার ভালো খেলোয়াড় থাকতে পারে, তবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্সটাই আসল ব্যাপার। কালই ফাইনাল, আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। ১৩-১৪ ম্যাচে যা করেছি, সব সেভাবেই করতে হবে, ভিন্ন কিছু না। আমাদের চেষ্টা করে যেতে হবে সেরাটা দেওয়ার। ফাইনালকে শুধু একটি ম্যাচ হিসেবেই দেখতে হবে।’

তামিমের উপলব্ধি, ফাইনালে স্নায়ু ঠিক রেখে শান্ত থাকাটা সাফল্যের পূর্বশর্ত। তার ভাষায়, ‘যে দল বেশি শান্ত থাকবে, তাদের জেতার সম্ভাবনা বেশি। আমি কোয়ালিফায়ারে অনেক নার্ভাস ছিলাম। আমি আগের দুইবার ফাইনাল খেলেছি। অত বেশি চিন্তিত থাকি না ফাইনালে। আশা করি, কালকের দিনও এভাবেই কাটবে। ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি শান্ত থাকতে না পারেন, চাপে পড়ে যান, তখনই ভুল করবেন। শান্ত থাকা দলই বেশি সুযোগ পাবে।’

এআরবি/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *