যশোরে বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

jagonews24.com | rss Feed

যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। তারা হলেন উপজেলার দূর্গাপুর গ্রামের আজগার আলী (৩২), শমসের আলী (৪৫), সামসুল হক (৫২), আব্দুল হক মিয়া (৫৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বিএনপিকর্মী নিহত লিটন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজানসহ কয়েকজন তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে লিটনকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে ওইদিন রাতেই নিহত লিটনের বাবা আজগার আলী বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেফতার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

মো. জামাল হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *