RisingBD – Home
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:৫২, ১৮ জুন ২০২৫
মনিরুল ইসলাম
যশোরের কেশবপুর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত যুবদল কর্মী মনিরুল ইসলাম (৩৫) মারা গেছেন। বুধবার (১৮ জুন) সকাল ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মনিরুল ইসলাম উপজেলার বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে।
স্থানীয়রা জানান, কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে পাওনা টাকা নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের রেজা হাসান সবুজের অনুসারীদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় মনিরুল ইসলাম ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শারীরিক অবস্থার অবনতি হলে মনিরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকল ১১টার দিতে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেশবপুর থানা পুলিশ বরণডালি গ্রামের রেজা হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে গ্রেপ্তার করে।
চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, “নিহত মনিরুল ইসলামের ভাই মিজানুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা করেছেন।”
কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, মামলায় নাম উল্লেখ থাকা অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/রিটন/মাসুদ