যশোরে ১০০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

Bangla Tribune

যশোরের কোতয়ালী এলাকা থেকে ১০০ কেজি গাঁজাসহ ১২টি মাদক মামলার আসামি মিন্টু গাজিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে তাকে আটক করার পরে গাজা উদ্ধার করা হয়। শুক্রবার (২০ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

এতে জানানো হয়, ১৯ জুন বিকালে কোতয়ালী মডেল থানার ৪নং ওয়ার্ডের শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেটের নিচে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করে। এসময় অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে তার দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা মো. মিন্টু গাজীকে গ্রেফতার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তার স্বীকারোক্তিতে দোকানের ভেতর অভিনব কায়দায় সংরক্ষিত বিভিন্ন রঙের ছাপা গজ কাপড়ে ভেতরে মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায়, আসামি মো. মিন্টু গাজী (৪৮) যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। গ্রেফতার আসামির সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার গাজা ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *