‘যাত্রী সেজে আটকে রাখা হচ্ছে ব্যাটারিচালিত

Bangla News


চট্টগ্রাম: সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ঘোষণা দিয়ে শহরের নানা জায়গা থেকে ব্যাটারিচালিত যানবাহন জব্দ করছে। এরপর ৭৫০ টাকা রেকার বিলের সাথে অতিরিক্ত ২৫০০ টাকা জরিমানা আরোপ করা হচ্ছে।

অভিযানের নামে চালকদের মারধরের পাশাপাশি সাধারণ যাত্রী সেজে গাড়িও আটকে রাখছে অনেকে।  

রোববার (১৭ আগস্ট) বেলা ১২টায় চট্টগ্রামের প্রেস ক্লাবের এস রহমান হলে রিকশা, ব্যাটারি রিকশা ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এ অভিযোগ করেন।


ব্যাটারিচালিত যানবাহন জব্দ বন্ধ করা, সিএমপি’র প্রজ্ঞাপন বাতিল ও বিআরটিএ লাইসেন্স, রুট পারমিটসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক আল কাদেরী জয়। উপস্থিত ছিলেন ইজিবাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব সদস্য সচিব মো. মনির হোসেন, সদস্য আহমদ জসিম, মাসুদ, মোহাম্মদ সোহেল, মনির হোসেন, শফি মোহাম্মদ, মহিউদ্দিনসহ নগরের বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা।  


সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাতে এবং গলির ভেতর থেকেও গাড়ি আটক করা হচ্ছে। একদিকে গাড়ি জব্দ ও মামলা, অপরদিকে গাড়ি হারিয়ে আয় রোজগার বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে চালকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ট্রাফিক আইন এবং নিরাপত্তা চেয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে চাইলেও ব্যর্থ হতে হয়েছে।


গত ১১ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় থেকে দেওয়া গণবিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগরে ব্যাটারীচালিত যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে যানজট, ড্রাইভিং লাইসেন্স না থাকা, অল্পবয়সীদের দ্বারা গাড়ি চালানোর বিষয় উল্লেখ করা হয়েছে।  


এই পরিস্থিতিতে সুপ্রীম কোর্টের রায়ে বৈধ ঘোষিত ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন জব্দ না করা ও হয়রানি বন্ধ করা, বৈদ্যুতিক যানবাহন নীতিমালা চূড়ান্ত করে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ অনুমোদিত লাইসেন্স এবং রুট পারমিট প্রদান করা, জব্দকৃত গাড়ি ২১ দিন পর্যন্ত আটকে রাখা বন্ধ করা, রেকার বিলের বাইরে অতিরিক্ত জরিমানা আদায় বন্ধ করতে প্রশাসনের প্রতি দাবি জানান তারা।


এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *