যান্ত্রিক ত্রুটিতে দাঁড়ানো ট্রাককে লরির ধাক্কা, প্রাণ গেল হেলপারের

Google Alert – সেনা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে লরি ট্রাকের এক সহকারীর (হেলপার) মৃত্যু হয়েছে। নিহত ওই সহকারীর নাম সাব্বির। বুধবার (৬ আগস্ট) ভোরে উপজেলার সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাব্বির (২১) চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার আলী আব্বাসের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে লরির হেলপার সাব্বির গাড়ির ভেতরে আটকে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় লরি চালকও আহত হয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *