যুক্তরাষ্ট্রে বাণিজ্যচুক্তির লক্ষ্যে পাকিস্তানি প্রতিনিধি দল আসছে: ট্রাম্প

Jamuna Television

যুক্তরাষ্ট্রে বাণিজ্য আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে পাকিস্তানি প্রতিনিধি দল সফরে আসছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী সপ্তাহে পাকিস্তানের একটি প্রতিনিধিদল শুল্ক সংক্রান্ত চুক্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে আসছে। গত মাসে ওয়াশিংটন ঘোষিত বৈশ্বিক শুল্ক নীতির আওতায় পাকিস্তানের রপ্তানিতে ২৯% শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে, যা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ৩ বিলিয়ন ডলার, যা ওয়াশিংটনকে শুল্ক বৃদ্ধিতে উৎসাহিত করছে। পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের মধ্যে টেলিফোন আলোচনার মাধ্যমে আনুষ্ঠানিক শুল্ক বৈঠকের সূচনা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের প্রতিনিধিরা আগামী সপ্তাহে আসছেন। আর ভারতের সাথে আমরা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছি। কিন্তু যদি এই দুই দেশ পরস্পরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে আমি কারো সাথেই চুক্তি করতে আগ্রহী হব না। আমি তাদেরকে এই বিষয়টি পূর্বেই জানিয়ে দিয়েছি।’

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক উত্তেজনা চলমান। দিল্লি-কেন্দ্রিক বিতর্কিত অভিযোগের ভিত্তিতে চলতি মাসের শুরুতে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়, যা বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটায়। জবাবে ইসলামাবাদ পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। পরবর্তীতে ৮ মে ভারতীয় ড্রোন আটক এবং উভয় পক্ষের বিমান ঘাঁটিতে পাল্টা হামলার পর ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

/এআই

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *